৩০০ আসনেই প্রার্থী দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

  17-09-2018 02:45PM

পিএনএস ডেস্ক : ৩০০ আসনেই প্রার্থী দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ সোমবার ঠাকুরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত নির্বাচনী যৌথ সভায় এ তথ্য জানিয়েছে দলটির নির্বাচন পরিচালনা কমিটি জেলা শাখা।

নির্বাচন পরিচালনা কমিটির জেলা শাখার আহবায়ক আলহাজ্ব মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আসরাফ আলী আকন।

অন্যান্যের মধ্যে ছিলেন ইসলামী শাসনতন্ত্র ও ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুহাম্মদ আল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত রংপুর-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আমিরুজ্জামান পিয়াল, ঠাকুরগাঁও-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ আব্দুল জব্বার, ঠাকুরগাঁও-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ রেজাউল করীম, ঠাকুরগাঁও-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নাজি উদ্দিনসহ সংগঠনের নেতারা।

এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ ও বিএনপি প্রধান দুই দলের বাইরে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনেই প্রার্থী দেবে। কেন্দ্র থেকে প্রার্থীদের যাচাই বাছাই শেষ পর্যায়ে। জনণের মৌলিক অধিকারগুলো বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান নেতারা।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন