নির্বাচন কমিশনকে গণসংহতি আন্দোলনের আইনি নোটিস

  23-09-2018 01:56PM

পিএনএস ডেস্ক : গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত করার আবেদন খারিজ হওয়া কেন অবৈধ হবে না— তা জানতে চেয়ে নির্বাচন কমিশনকে (ইস) একটি আইনি নোটিস পাঠিয়েছেন দলটির সমন্বয়ক জোনায়েদ সাকী।

রবিবার (২৩ সেপ্টেম্বর) জোনায়েদ সাকীর পক্ষে ইসির বিরুদ্ধে নোটিসটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

নোটিসে আগামী সাত দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে জবাব না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), আইনসচিব ও নির্বাচন কমিশনের যুগ্মসচিবকে এই নোটিস পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করে গণসংহতি আন্দোলন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও দুটি প্রবিধান সংযোজন করতে বলা হয়।

নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দুটি প্রবিধান যোগ করার পরও বিষয়টি সংবিধানসম্মত হয়নি জানিয়ে তা খারিজ করে দেয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন