জাতীয় ঐক্যকে ‘পথহারা পাখিদের জোট’: শাহরিয়ার কবির

  24-09-2018 03:42PM


পিএনএস ডেস্ক: জাতীয় ঐক্যকে ‘পথহারা পাখিদের জোট’ বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির (ঘাদানিক) সভাপতি শাহরিয়ার কবির।

তিনি বলেন, ড. কামাল হোসেনের প্রণিত সংবিধান সাম্প্রদায়িক জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছিল। তিনি রাষ্ট্রের মালিক মনে করেন জনগণকে। আর বদরুদ্দোজা চৌধুরীর আদর্শিক নেতা জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। জামায়াত তো জনগণকে রাষ্ট্রের মালিক মানে না। এজন্যই সংবিধানের সাথে জামায়াতের গঠনতন্ত্র সাংর্ষিক হওয়ায় তাদের নিবন্ধন বাতিল হয়েছে। এখন কামাল সাহেব আর বি চৌধুরী একসাথে জোট করে কে কোনটি মানবেন?

স্বাধীনতার ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের মহান স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাধীনতার ঘোষক হিসেবে বঙ্গবন্ধুর নাম থাকলেও বিএনপি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করছে। অথচ জেনারেল জিয়াকে স্বাধীনতার ঘোষক বলা হলে স্বাধীন বাংলাদেশের কন্সেপশনই থাকে না।

আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আশুগঞ্জ উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক মোবারক আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, সহ-সাধারণ সম্পাদক ডা. নুশহাত জাহান শম্পা, ঘাদানিক ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. লিটন দেব, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো: ছফিউল্লাহ, যুগ্ম আহবায়ক আবু নাছের আহমেদ।

বক্তৃতা করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা হেবজুল বারী, সিপিবি নেতা ইকবাল হোসেন, ঘাদানিক উপজেলা শাখার যুগ্ম আহবায়ক শাহীন সিকদার, যুবলীগ নেতা মোশারফ মুন্সী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আমেদ রনি প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় শাহরিয়ার কবির আরো বলেন, বিএনপি যতবারই ক্ষমতায় গেছে সংখ্যালগুদের উপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। তাই আগামী নিবাচনেও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দলকে ভোট দিতে হবে।

তিনি স্বাধীনতাবিরোধী কোনো প্রার্থীকে মনোনয়ন না দেয়ার জন্য আওয়ামী লীগের প্রতি আহবান জানান।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন