বিএনপি রাজনৈতিক খুনি চক্র দলে পরিণত হয়েছে : ইনু

  12-10-2018 05:29PM

পিএনএস ডেস্ক :বিএনপি ‘রাজনৈতিক খুনি চক্র ও একটি সন্ত্রাসী দল’ এ পরিণত হয়েছে বলে মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ক্ষমতায় থাকা কালে বিএনপি রাষ্ট্রযন্ত্রের একাংশ ব্যবহার করে ২১ আগস্ট গ্রেনেট হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়ে ছিলো। বিএনপি খুন করায় এবং খুনিদের আশ্রয় দেয়।’

শুক্রবার (১২ আক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে বিএনপির সঙ্গে রাজনৈতিক লেনদেন বন্ধ করতে হবে। বিএনপিকে শুধু ক্ষমতার বাইরে নয়, তাদেরকে রাজনীতির বাইরেও রাখতে হবে। যারা খুনি চক্র বিএনপি-জামাতের সাথে ঐক্যের নামে জাতীয় ঐক্য করছে, তারা জাতীর সাথে ঐতিহাসিক রাজনৈতিক বেইমানি করছে। এই বিশ্বাস ঘাতকরা প্রকারান্তে রাজাকার,জঙ্গি ও খুনিদের পক্ষ নিলো।’

তিনি বলেন, ‘পাকিস্তানীরা ৭১ যে ভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার গণহত্যার ও হত্যাযজ্ঞ চালিয়ে প্রতিপক্ষকে শারীরিক ভাবে নিশ্চিহ্ন করেতে চেয়েছিলো, বিএনপি সেই একই নীতি গ্রহণ করেছে। আমি মনে করি বিএনপি মোটেই বদলায়নি। খুনিদের রক্ষা ও সুরক্ষা করাই বিএনপির কাজ।’

তথ্যমন্ত্রী বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রত্যাখান করে প্রমাণ করেছে বিএনপি দলগত ভাবে মোটেও বদলায় নি। বিএনপি এই রায়কে ফরমায়েশি রায় বলছে। ২১ আগস্ট গ্রেনেট হামলার পর বিএনপি জজ মিয়াকে দিয়ে ফরমায়েশি মামলা সাজিয়েছিলো। এই রায়ের মধ্য দিয়ে ফরমায়েশি মামলার নাটকের স্বরুপ উন্মোচিত হয়েছে। সত্য বেড় হয়ে এসেছে। এই রায়ের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে এটা একটা জঘন্য হত্যাকান্ড।’

১৪ দলের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন