‘চমক’ নিয়ে আসছেন এরশাদ

  14-10-2018 04:32PM

পিএনএস ডেস্ক : ২০ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়ে সেখানে চমক দেয়ার কথা জানিয়েছে জাতীয় পার্টি। দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানিয়েছেন, এই সমাবেশে জাতিকে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রবিবার দলের চেয়ারম্যান এরশাদের বনানীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন হাওলাদার। মহাসমাবেশের ঘোষণা দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটাই শেষ মহাসমাবেশ। এ কারণে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের অবশ্যই এই মহাসমাবেশে উপস্থিত থাকতে হবে।’

জাপা মহাসচিব বলেন, ‘এই মহাসমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিকে একটি দিক নির্দেশনা দেবেন এরশাদ। আগমীতে আমাদের জোটের কলেবর বাড়বে, জোট আরও বড় হতে পারে।’

তিনি বলেন, ‘আমরা সময়োপযোগী সিদ্ধান্ত নেব। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এ জোট। জনগণের নিকট জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থীদের তালিকা করা হচ্ছে।’

‘সহনশীল অবস্থায় ঐক্যবদ্ধভাবে দেশবাসীকে সুন্দর দেশ দিতে চান এরশাদ। এখন নির্বাচনের যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তাতে সম্মিলিত জোট নির্বাচনে ভালো করবে’ বলে জানান তিনি।
রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আমাদের আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রস্তুতি আছ। তবে আগামীতে রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত আসবে। পরিস্থিতি বুঝে আমাদের পার্টির চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন।’

আগের দিন গঠিত ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ প্রসঙ্গে জানতে চাইলে- জাপা মহাসচিব বলেন, ‘রাজনীতিতে শেষ বলে কিছু নেই, নির্বাচনের প্রাক্কালে এমন অনেক কিছুই হবে। এটা গণতান্ত্রিক চর্চা। আমাদের সঙ্গে জোটে যেকোনো দল যেকোনো সময় আসতে পারে, আমাদের জোটে যারাই আসতে চাইবে, আমরা স্বাগত জানাব।’

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির (জাপা) সাংসদ ও সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন