ধানমন্ডিতে বৈঠকে বসেছে ঐক্যফ্রন্ট

  19-10-2018 05:30PM



পিএনএস ডেস্ক: আগামী ২৩ অক্টোবর পুলিশ অনুমতি না দেয়া হলে পরদিন ২৪ অক্টোবর সিলেটে সমাবেশ করতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব গতকাল একথা জানিয়েছেন।

তিনি বলেন সিলেটে সমাবেশ ও ঐক্যফ্রন্টের অন্যান্য কার্যক্রম ঠিক করতে শুক্রবার বিকেলে বৈঠক হবে। জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন আজ (১৯ অক্টোবর) বিকেলে জানান তারা ইতোমধ্যে বৈঠকে শুরু করে দিয়েছেন। ধানমন্ডিতে (১০/এ) বিকেলে সোয়া পাঁচটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এ বৈঠক চলছিল।

প্রসঙ্গত, জাতীয় ঐক্যফ্রন্ট ২৩ অক্টোবর সিলেটে হজরত শাহজালাল ও হজরত শাহ পরানের মাজার জিয়ারত ও পরে সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করে গত ১৬ অক্টোবর। ২৭ অক্টোবর চট্টগ্রাম ও ৩০ অক্টোবর রাজশাহীতে সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করে তারা। এ বিষয়ে করণীয় ঠিক করতে আজ শুক্রবার ফের বৈঠকে বসলো ঐক্যফ্রন্ট।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন