ঝগড়াঝাঁটি করে অহেতুক সংকট সৃষ্টি করবেন না: নাসিম

  08-11-2018 03:21PM

পিএনএস ডেস্ক :আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ইলেকশনের আগে অন্যকোনো কথা বলে লাভ হবে না। ঝগড়াঝাঁটি করে অহেতুক সংকট সৃষ্টি করে মানুষকে উদ্বিগ্ন করবেন না।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত নবনিযুক্ত ৫ হাজার ৯২ জন সরকারি নার্সদের চাকরিতে আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, গ্রামে-গঞ্জে নির্বাচনের উৎসব চলছে। এজন্যই বলছি, ইলেকশনে আসেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সঙ্গে ঘণ্টায় ঘণ্টায় বৈঠক করেছেন। সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। মাঠে কে কোন বক্তৃতা দিল সেটা নিয়ে চিন্তা করি না। কিন্তু আলোচনার টেবিলে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আপনারা যে দাবি করেছেন, জনগণ যদি রায় দেয় তাহলে ক্ষমতায় গিয়ে ওটা বাস্তবায়ন কইরেন।

নির্বাচনকে সামনে রেখে কোনো চক্রান্ত সহ্য করা হবে না উল্লেখ তিনি আরও বলেন,গণতন্ত্রকে সমুন্নত রাখতে জনগণের রায়ের জন্য অপেক্ষা করুন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন