মৌলভীবাজারের ৬ জন কিনলেন আওয়ামী লীগের মনোনয়নপত্র

  09-11-2018 09:48PM

পিএনএস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে আওয়ামী লীগ। শুক্রবার দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশের নতুন ভবনে আটটি বুথ থেকে আট বিভাগের প্রার্থীরা ফরম সংগ্রহ করছেন। এ নিউজ লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) প্রথম দিনেই চায়ের রাজ্য মৌলভীবাজারের ৬ জন সংগ্রহ করেছেন দলীয় মনোয়ন ফরম। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নিজের সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন ফরম ক্রয় করেন।

মৌলভীবাজার-৩ আসনের জন্য সর্ব প্রথম মনোনয়ন সংগ্রহ করেন সদর আসনের সাবেক সাংসদ সৈয়দা সায়রা মহসিনের। তার পক্ষে ছোট মেয়ে সৈয়দা সাবরিনা শারমীন সকাল ১১টায় ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। পরে বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন জেলা আওয়ামীন লীগের সাংগঠনিক সম্পাদক এড. রাধাপদ দেব সজল।

মৌলভীবাজার-১ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সদ্য সাবেক সাংসদ ও হুইপ শাহাব উদ্দিন আহমদ।

মৌলভীবাজার-২ আসনের নৌকার মাঝি হতে শুক্রবার সকালে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন লন্ডন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক কামাল হাসান।

এদিকে মৌলভীবাজার-৪ আসনের হয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন। সদ্য সাবেক সাংসদ ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুশ শহীদ মনোনয়ন ফরম ক্রয় করেছেন বিকেল সাড়ে ৪টায়। এরপর বিকেল ৫টায় মনোনয়ন ফরম কিনেছেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অধ্যাপক রফিকুর রহমান।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন