মনোনয়ন পেলে পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল

  10-11-2018 04:58PM

পিএনএস ডেস্ক :আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ-২ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শনিবার (১০ নভেম্বর) আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরনের দ্বিতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

এ ব্যাপারে মাহবুবে আলম বলেন, আমি দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ-২ আসনের মানুষের জন্য কাজ করছি এবং তাদের পাশে আছি। ওই এলাকার জনগণ তাদের প্রার্থী হিসেবে আমাকেই দেখতে চায়। তাই মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনের জন্য আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। দলীয় মনোনয়ন পাবার ব্যাপারেও আমি আশাবাদী।

তবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদে থেকে নির্বাচনে অংশ নিতে আইনি কোন বাধ্যবাধকতা আছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে আইনি কোনও বাধা নেই। তবে মনোনয়ন পেলে অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করব। যাতে সব ধরনের বিতর্কের উর্ধ্বে থাকা যায়। পাশাপাশি এবারের প্রেক্ষাপট অনুযায়ী দলীয় মনোনয়ন পেলে মুন্সীগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমিই নির্বাচিত হব বলে শতভাগ আশাবাদী।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন