‘তফসিল ঘোষণার পরও সরকারি খরচে আ.লীগের বিজ্ঞাপন প্রচার হচ্ছে’

  14-11-2018 12:26PM


পিএনএস ডেস্ক: অবিলম্বে সরকারি টাকায় আওয়ামী লীগের পক্ষে বিজ্ঞাপন প্রচার বন্ধের জোর দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

রিজভী বলেন, সরকারের যে নীতি, বিরোধীদল দমন- সেই নীতি অব্যাহত আছে। এখনও দেশব্যাপী গ্রেপ্তার, বাড়িতে বাড়িতে তল্লাশি ও জামিনে মুক্তি পাওয়ার পরও আবার পুনরায় জেলগেট থেকে গ্রেপ্তার ইত্যাদি দমনমূলক নীতি অব্যাহত রয়েছে।

বিএনপির এই নেতা বলেন, ‘তফসিল ঘোষণার পর সরকারি খরচে বিজ্ঞাপন প্রচারে আইন লঙ্ঘন হচ্ছে। তাই অবিলম্বে সরকারি টাকায় আওয়ামী লীগের পক্ষে বিজ্ঞাপন প্রচার বন্ধের জোর দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘টিভি খুললেই দেখা যায় ‘থ্যাঙ্ক ইউ পিএম’র অ্যাডভারটাইজমেন্ট চলতে থাকে। কিছু বিজ্ঞাপনের পর বোঝাও যায় না, বিজ্ঞাপন দাতা কে? কিছু বিজ্ঞাপনের পর বোঝা যায় যে, বিজ্ঞাপন দাতা মন্ত্রণালয়।’

সিইসির কাছে প্রশ্ন রেখে রিজভী বলেন, ‘নির্বাচনী তফসিল ঘোষণার পর এধরনের বিজ্ঞাপন প্রচারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কিনা ? নির্বাচন সামনে রেখে এখন কেন সরকারি অর্থে এধরনের প্রচার চালু রাখা হচ্ছে?’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন