ওয়ার্কার্স পার্টির মনোনয়ন ফরম নিয়েছেন ৩২ জন

  14-11-2018 09:12PM

পিএনএস ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হয়ে অংশগ্রহণের জন্য ৩২ জন দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বুধবার পর্যন্ত দুইদিনে এসব মনোনয়নপ্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

রাজধানীর তোপখানা রোডে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে ওয়ার্কার্স পার্টির নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য সচিব আনিসুর রহমান মল্লিক প্রার্থীদের দলীয় মনোনায়ন ফরম প্রদান করেন। বোর্ডের সদস্য কামরুল আহসান ও অধ্যাপক ড. সুশান্ত দাস তাকে সহায়তা করেন।

মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, পলিটব্যুরোর সদস্য নূর আহমেদ বকুল, ইকবাল কবির জাহিদ, অ্যাডভোকেট মোস্তফা লুৎফল্লাহ এমপি, শেখ হাফিজুর রহমান এমপি, আডভোকেট ফিরোজ আলম, আবদুল মজিদ, ইব্রাহীম খলিল, হাজী বশির, আবুল হোসাইন, মোস্তফা আলমগীর রতন, অধ্যাপক ইয়াসিন আলী এমপি, টিপু সুলতান এমপি, গোলাম নজব পাওয়ার চৌধুরী, মাসুকুল হক মুরাদ, হিমাংশু সাহা প্রমুখ।

আগামী নির্বাচনে ওয়ার্কার্স পার্টির ৩২ জন ও একজন সমর্থিত প্রার্থীসহ মোট ৩৩ জন অংশ নেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন