আজ নির্বাচন নিয়ে কোনো মন্তব্য নয়: কাদের সিদ্দিকী

  17-11-2018 12:51PM

পিএনএস ডেস্ক : মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে এসে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

শনিবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে সন্তোষে ভাসানী মাজারে পুষ্পস্তপক অর্পণ করেন কাদের সিদ্দিকী। এ সময় তার সাথে ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন।

পুষ্পস্তপক অর্পণ শেষে সাংবাদিকরা নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, আজ এ বিষয়ে (নির্বাচন) কোনো মন্তব্য নয়।

ভাসানীর মৃত্যু দিবসে ভোর থেকেই সন্তোষে জনতার ঢল নামে। সকাল সাড়ে ৭টার দিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন।

এরপর থেকেই মাজারে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা শুরু হয়। এতে ফুলে ফুলে ঢেকে যায় ভাসানীর মাজার।

ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন পৃথকভাবে নানা কর্মসূচির আয়োজন করেছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল, কাঙালি ভোজ, আলোচনা সভা ইত্যাদি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন