আর নির্বাচন বয়কট নয়: ড. কামাল

  17-11-2018 03:54PM

পিএনএস ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আর কোনও নির্বাচন বয়কট নয়। সরকার যতই দশ নাম্বারি করুক না কেন, সব ষড়যন্ত্র প্রতিহত করে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার (১৭ নভেম্বর) সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের মহাসমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশের প্রধান বক্তা ছিলেন বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণফোরাম সভাপতি বলেন, এ সরকারের লাজলজ্জা বলতে কিছু নেই। যদি থাকতে তাহলে বিনা ভোটে এতদিন ক্ষমতায় থাকতে পারতো না।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন ও জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদিন। অনুষ্ঠান পরিচালনা করছেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ও আইনজীবী ঐক্যফ্রন্টের সদস্য সচিব মাহবুব উদ্দিন খোকন।

বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদ ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, আইনজীবী খন্দকার মহবুব হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেমম হোসেন আলাল ও গণফোরামের কার্যকারী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন