এরশাদ নির্ভুল পথেই হাঁটছেন: হাওলাদার

  20-11-2018 03:17PM

পিএনএস ডেস্ক : এরশাদ নির্ভুল পথেই হাঁটছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। আজ মঙ্গলবার জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ার আগে স্বাগত বক্তব্যে তিনি বলেন, বৃহত্তর স্বার্থে মহাজোট কিংবা অন্য কোনো জোটে আপনি (এরশাদ) যাবেন কিনা সেটা একান্ত আপনার সিদ্ধান্ত। আপনি নির্ভুল পথেই হাঁটছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের প্রমুখ আজ পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ার সময় উপস্থিত ছিলেন। গত ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জাতীয় পার্টি মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়।

রুহুল আমিন হাওলাদার আরও বলেন, আপনি (এরশাদ) যে সিদ্ধান্ত নিবেন, তা সবাই মেনে নেবে। কেউ আপনাকে ছেড়ে চলে যাবে না। বহু বছর ধরে সংগ্রাম করে আজকের এই অবস্থানে এসেছে জাতীয় পার্টি। জাপা থেকে ২ হাজার ৮৬৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান রুহুল আমিন হাওলাদার।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন