বিএনপি নেতা-কর্মীদের ‘প্রস্তুত’ হওয়ার আহ্বান: জয়নুল আবদিন

  07-12-2018 04:23PM

পিএনএস ডেস্ক :শত অত্যাচারের মধ্যেও লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, জোর গলায় বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না। ৫টি বছর আপনারা কিছুই করতে পারেননি।

শুক্রবার (৭ ডি‌সেম্বর) জাতীয় প্রেসক্লাবের ৩য় তলার কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী চালক দল এর উদ্যোগে নির্বাচন ব্যর্থ ও প্রশ্নবিদ্ধ হলে গণতন্ত্রের কি হবে ?’ শীর্ষক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

তিনি বলেন, কামাল হোসেনের মতো নেতারা যখনই গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন শুরু করেছে তখনই আওয়ামী লীগ আরেকটি ষড়যন্ত্র শুরু করেছে। তাই এখন আর তাদের কাছে অভিযোগ করে কোনো লাভ হবে না। কেননা সংলাপে তো স্বীকার করেই এসেছেন নির্বাচনে যাব। আমাদের মহাসচিব তো বলেছেন, তলা দেখে আসবো। আমিও চাই মাঝপথে যেন আমাদেরকে কোথাও থেমে দেয়া না হয়। নামছি তো নামছিই।’

তিনি বলেন, ‘এখন আর রাজপথ নাই। এখন ভোট কেন্দ্রেই যেতে হবে। পাহারা দিতে হবে। সিষ্টেমে আনতে হবে। গ্রেফতার চলবেই, যদি গ্রেফতার নাই চলে তাহলে আপনারা নির্বাচনে কেন গেলেন? আপনারা জানেন দলীয় সরকারের অধীনেই নির্বাচনে যাচ্ছেন তাহলে কিভাবে প্রার্থীদের অভিযোগ শুনবে? যাকেই ধানের শীষের প্রতীক দিবেন, তাকেই শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।’

সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন কবির সভাপ‌তি‌ত্বে আরও উপ‌স্থিত ছি‌লেন গণস্বাস্থ্য কে‌ন্দ্রের প্র‌তিষ্ঠাতা ড. জাফরুল্লাহ, বিএন‌পি চেয়ারপারস‌নের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএন‌পির সহ সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, রফিকুল ইসলাম বাবলু, দেশ বাচাও মানুষ বাচাও আন্দোল‌নের সভাপ‌তি কে এম র‌কিবুল ইসলাম রিপন প্রমুখ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন