প্রার্থীতা ফিরে পেলেন জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ

  07-12-2018 04:43PM

পিএনএস ডেস্ক : তিনজন ভোটারের স্বাক্ষর গড়মিল পাওয়ার অভিযোগে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীতা বাতিল করেছিলেন পটুয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের। তবে আজ নির্বাচন কমিশনে আপিল শুনানির দ্বিতীয় দিনে ওই তিন জন ভোটারকে উপস্থিত করে প্রার্থীতা ফিরে পেয়েছেন তিনি।

সকালে ডা. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে আপিল শুনানি করেন আইনজীবীরা। বলেন, তিনজন ভোটারের স্বাক্ষর গড়মিল পাওয়ায় প্রার্থীতা বাতিল করেছিল। কিন্তু কোন গড়মিল নাই। আপিল বিভাগ চাইলে এ ভোটারদের উপস্থিত করতে পারি।

পরে ভোটারদের যাচাই বাছাইয়ের জন্য আপিল আদেশ স্থগিত করেন সিইসি নূাংল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনাররা।

পরে ইসি কর্তৃপক্ষ প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের পক্ষে স্বাক্ষরকারী ভোটার মাহবুব আলম খান, আয়শা বেগম ও নুপুরের জাতীয় পরিচয় পত্র ও স্বাক্ষর পরীক্ষা করে আপিল বিভাগে জমা দিলে তার প্রার্থীতা ফিরিয়ে দেন।

এর আগে গতকাল ১০ জন ভোটারকে উপস্থিত করে প্রার্থীতা ফিরে পেয়েছিলেন গাইবান্ধার এক জামায়াত নেতা।।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন