বিএনপির মনোনয়ন পেলেন রনি

  07-12-2018 06:14PM

পিএনএস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পটুয়াখালী-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন গোলাম মাওলা রনি।

আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন শাহজাহান কামাল শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার‌্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় মির্জা ফখরুল পটুয়াখালী-৩ আসন থেকে ধানের শীষের প্রার্থীদের হিসেবে গোলাম মাওলা রনি নাম ঘোষণা করেন।।

এর আগে গত ২৬ নভেম্বর গুলশান কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে বিএনপিতে যোগ দেন রনি। ওই দিনই তাকে বিএনপির পক্ষ থেকে মনোনয়নের চিঠি দেয়া হয়।

গোলাম মাওলা রনি ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পটুয়াখালী-৩ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু ২০১৪ সালে তাকে আর মনোনয়ন দেয়া হয়নি।

এদিকে গত ২ ডিসেম্বর গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মতিউল ইসলাম চৌধুরি। পরে গত ৬ ডিসেম্বর রনির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন