‘আসন বণ্টন নিয়ে মহাজোটে কোনো টানাপোড়েন নেই’

  07-12-2018 11:21PM




পিএনএস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন বণ্টনের বিষয়টি অনেক আগেই আমরা সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম। তাই এ নিয়ে মহাজোটে কেনো টানাপোড়েন, বিভাজন বা অসন্তোষ নেই।

শুক্রবার (৭ ডিসেম্বর) রাতে তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ-কবিরহাটে নৌকার পক্ষে ভোট ও বিভিন্ন স্থানে পথসভা শেষে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নোয়াখালী-৫ আসনে বিএনপির প্রার্থী মওদুদ আহমদের এমন অবস্থা, তিনি যেখানেই যান লোকজন তেমন আসে না, সাড়া শব্দ নেই। দৃষ্টি আর্কষণের জন্য নিজের অনুষ্ঠানে তার লোকেরা বোমা ফাটাচ্ছে। কারণ আমাদের (আওয়ামী লীগের) ভরা কলসি কখনও নড়ে না। তাদের কলসি একটু ফাঁকা, তাই তারা এসব করছে। তিনি (মওদুদ) এমন কোনো কাজ করেননি যা নিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট চাইবেন।

তিনি বলেন, আমরা (আওয়ামী লীগ) নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করছি না। আমি নিজে ব্যক্তিগত গাড়িতে করে এসেছি এবং সার্কিট হাউজের পরিবর্তে ব্যক্তিগত বাড়িতে থাকব।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন