লন্ডনে পাকিস্তানী গোয়েন্দার শরণাপন্ন তারেক রহমান : নানক

  08-12-2018 06:32PM

পিএনএস ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, পাকিস্তানী গোয়েন্দা সংস্থাকে দিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করছেন তারেক রহমান। এই লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে আইএসআইয়ের শরণাপন্ন হয়েছেন বলেও অভিযোগ করেছেন নানক।

শনিবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপির দণ্ডপ্রাপ্ত পলাতক ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সন্ত্রাসী ও ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন। তার লক্ষ্য একাদশ জাতীয় নির্বাচন বানচাল করা।’

তার এ অভিযোগের ভিত্তি হিসেবে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনের উদ্ধৃতি দেন। যদিও কোন কোন সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা নানক উল্লেখ করেননি।

নানক বলেছেন, ‘তারেক আইএসআইকে নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছেন যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।’

বিচার বিভাগ স্বাধীন নয় বলে বিএনপির পক্ষ থেকে বারবার যে অভিযোগ করা হচ্ছে তার জবাবে নানক বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন বলেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাতিল হওয়া বিএনপির অধিকাংশ মনোনয়ন নির্বাচন কমিশনে বৈধ বলে বিবেচিত হয়েছে।’

‘আর বিচার বিভাগ স্বাধীন বলেই দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া এবারের নির্বাচনে বৈধতা পাননি। যদিও এখনও নির্বাচন কমিশনে বিএনপি চেয়ারপারসনের প্রার্থীতা নিয়ে নির্বাচন কমিশনে আপিলের রায় স্থগিত রয়েছে। বিকাল পাঁচটায় আপিলের রায় হওয়ার কথা রয়েছে।’

নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক চাপের কাছে নতিস্বীকার করছে না দাবি করে নানক বলেন, ‘নির্বাচন কমিশন কোন রাজনৈতিক চাপের কাছে নতিস্বীকার করে না। নির্বাচন কমিশন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।’

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে নির্বাচনী উৎসবের আমেজ নষ্ট করে জাতিকে বিভ্রান্ত করার অভিযোগ আনেন নানক।

বিএনপির মনোনয়ন বাণিজ্য দেশের গণ্ডি পেরিয়ে লন্ডনে পৌঁছে গেছে বলে এসময় অভিযোগ করেন আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন