‘নির্বাচনের সুযোগ পাবেন হিরো আলম’

  08-12-2018 06:56PM

পিএনএস : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের প্রার্থী হতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছেন হিরো আলম খ্যাত আশরাফুল হোসেন আলম। তারপরেও থেমে নেই তিনি। চমকও দিয়েছেন বারবার। মনোনয়নপত্র বাতিলের পর নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেও টিকতে পারেননি। শেষ পর্যন্ত হিরো আলম গেছেন উচ্চ আদালতে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের নিয়ে ঐক্যও গড়েছেন তিনি। তবে হিরো আলম নির্বাচনে অংশ নিতে পারবেন কি-না তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্রই চলছে জল্পনা কল্পনা।

শনিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উচ্চ আদালতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের প্রস্তুতিকালে হিরো আলমের আইনজীবী কাওসার আলী গণমাধ্যমকে বলেন, উচ্চ আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আপিলের প্রস্তুতি নিয়েছি। আমরা মনে করি, হিরো আলম নির্বাচনের সুযোগ পাবেন।

এর আগে আসন্ন সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। ভোটারদের জাল স্বাক্ষর দেওয়ায় অভিযোগে তার মনোনয়টি বাতিল করা হয় বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহাম্মদ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন