প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে যাবেন খালেদা জিয়ার আইনজীবীরা

  08-12-2018 09:42PM

পিএনএস ডেস্ক :বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন ফেরত পেতে তার আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করবেন। খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (৮ ডিসেম্বর) রাতে খালেদা জিয়ার আইনজীবী এই তথ্য জানান।

তিনি বলেন, উচ্চ আদালত এর ন্যায় বিচার করবেন। খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আমাদের বিশ্বাস।

তিনি আরও বলেন, ইসির কাছে সার্টিফাইড কপির জন্য আবেদন করেছি। রোববার আমরা সার্টিফাইড কপি পাবো। রবিবারই সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবো।

এর আগে শনিবার দুপুরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে ইসি। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার কারণ দেখিয়ে খালেদার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জ্যেষ্ঠ কমিশনার মাহবুব তালুকদার খালেদার মনোনয়ন বৈধ বলে রায় দিলেও প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য তিন কমিশনার আপিলের বিরুদ্ধে রায় দেন।

উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে লড়তে ফেনী-১, বগুড়া-৬ এবং বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেয়া হয়। কিন্তু গত ২রা ডিসেম্বর যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তিনটি আসনেই মনোনয়নপত্র বাতিল বলে সিদ্ধান্ত দেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন