ঢাকা-১৭ আসনে ধানের শীষের পার্থী হলেন আন্দালিব রহমান পার্থ

  08-12-2018 09:50PM

পিএনএস ডেস্ক : একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেকের কিছু অংশ) আসন থেকে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

শনিবার (৮ ডিসেম্বর) রাতে পার্থ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ভোলা-১ ও ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র কিনেন আন্দালিব রহমান পার্থ। এদিকে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনে মনোনয়ন পেয়েছেন বরেণ্য চিত্রনায়ক ফারুক।

গতকাল শুক্রবার ভোলা-১ আসনে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে জোট থেকে মনোনয়ন না দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবশে করেছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় ভোলার কালিনাথ রায়ের বাজার দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা মিছিলটি বের করে। পরে তারা একই স্থানে প্রতিবাদ সমাবেশ করে।

উল্লেখ্য, জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে বিএনপি ও নাগরিক ঐক্যসহ বেশ কয়েকটি দল নির্বাচনে অংশ নিচ্ছে। সেখানে নিবন্ধিত দল হিসেবে ঐক্যফ্রন্টের প্রার্থীরা প্রধান শরিকদল বিএনপির দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ধার্য রয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন