মাশরাফির হয়ে ভোট প্রার্থনা

  13-12-2018 12:12PM


পিএনএস ডেস্ক: বর্তমানে বাংলাদেশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে ঢাকায় খেলার মাঠে লড়ছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি খেলার মাঠে থাকলেও থেমে নেই তার নির্বাচনী প্রচারণা।

নড়াইল-২ আসনে মাশরাফিকে নির্বাচনে জয়ী করতে ইতোমধ্যে ভোটের মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীসহ নৌকা সমর্থকেরা।

নেতাকর্মীদের পাশাপাশি নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন কিশোর-তরুণরা। মাশরাফি বলতে পাগল নড়াইলে শত শত তরুণ-তরুণীরা মাশরাফির জন্য ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন। মাশরাফি খেলার মাঠে থাকুক, তারা মাশরাফির জন্য ভোট চাইবেন- এমনটাই জানালেন রাতুল নামের এক তরুণ।

মাশরাফির জন্য নির্বাচনী মাঠে নেমেছেন নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা। পাশাপাশি ১৯৯৮ সালের এসএসসির বন্ধুরাও মাশরাফির জন্য বিভিন্ন এলাকায় যাচ্ছেন। এ লক্ষে প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মাশরাফির পক্ষে মতবিনিময়, গণসংযোগ, লিফলেট বিতরণ করেছেন তারা।

মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন জানালেন, খেলা শেষ করে চলতি মাসের ১৬-১৭ তারিখে নড়াইলে আসতে পারেন মাশরাফি। নড়াইলে এসে নির্বাচনী প্রচারে যাওয়ার কথা রয়েছে মাশরাফির।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন