আবার ক্ষমতায় এলে ফরিদপুরকে বিভাগ করা হবে : প্রধানমন্ত্রী

  13-12-2018 03:28PM

পিএনএস ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর বিভাগ করার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, আমরা আবার ক্ষমতায় এলে ফরিদপুরকে বিভাগ করা হবে।

আজ বৃহস্পতিবার ফরিদপুরের কোমরপুরে আবদুল আজীজ ইনস্টিটিউশন মাঠে এ নির্বাচনী জনসভায় শেখ হাসিনা এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি দেশকে দুর্নীতি-সন্ত্রাস-জঙ্গিবাদের দেশে পরিণত করেছিল। এখন দুর্নীতি অনেক কমে গেছে। বিশ্বের কাছে আমরা সেই স্বীকৃতি পেয়েছি। আগামীতে ক্ষমতায় এলে দুর্নীতি-সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত দেশ গড়বো।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি পরপর পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন করেছিল বাংলাদেশকে। তাদের নীতিই ছিল দুর্নীতি। এতিমের সম্পদ পর্যন্ত মেরে খেয়েছে। তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। একজন মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারে এটা ভাবাই যায়না। যে উন্নয়ন আমরা করেছি এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। এজন্য নৌকায় সবাইকে ভোট দিতে হবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন