সুষ্ঠু নির্বাচন দেন, সব সমস্যা সহজেই সমাধান হবে: জাফরুল্লাহ চৌধুরী

  17-12-2018 02:04PM

পিএনএস ডেস্ক: সরকারের উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আপনারা সুষ্ঠু নির্বাচন দেন, তাহলে দেখবেন সব সমস্যা অতি সহজে সমাধান হয়ে যাবে। জনগণ শান্তি চায়, জনগণ কল্যাণকর বাংলাদেশ চায়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (১৭ ডিসেম্বর) রাজধানীর হোটেল পূর্বাণীতে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার পাঠ শেষে তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, মানুষ মেরে পৃথিবীর কোনো দেশে জঙ্গিবাদ নিরসন হয়নি, মাদকও নিরসন হয়নি। এ সরকার মাদক নিরসনের কথা বলে বিনা বিচারে মানুষ হত্যা করছে। মানুষ হত্যা কোনো চিকিৎসা নয়।

তিনি বলেন, দেশে যখন সুশাসন থাকে না, নৈরাজ্য থাকে তখন বিদেশেও মান-সম্মান থাকে না। কামাল হোসেনের নেতৃত্বে আমাদের বিজয়ের পরে সর্বক্ষেত্রে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমাদের শিক্ষিত একটা বেকার থাকার অবকাশ নেই। জাপান থেকে আফ্রিকা পর্যন্ত কৃষিতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এজন্য প্রয়োজন একটা ভাষা শেখা।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বলেন, কর্মসংস্থানের দিকে আমরা দু’ভাবে নজর দিয়েছি। একটা শিক্ষিত বেকার, আরেকটা কম শিক্ষিত। এতে চিন্তার কোনো কারণ নাই। সারা পৃথিবীতে বয়বৃদ্ধের সংখ্যা বাড়ছে, তাদের দেখাশোনা কে করবে? বাংলাদেশই একমাত্র দেশ যেখানে তরুণ-তরুণীর সংখ্যা সর্বাধিক।

তিনি আরও বলেন, মইনুল হোসেন আজ জেলে। আজ কামাল হোসেনের বিষয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এসব বাজে কথা বন্ধ করেন। সুষ্ঠু নির্বাচন হলে দেশের পরিবর্তন অবসম্ভাবী। আমাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন