নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ আজ

  18-12-2018 10:01AM



পিএনএস ডেস্ক: আসন্ন একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আজ মঙ্গলবার সকালে হোটেল সোনারগাঁওয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ তথ্য নিশ্চিত করেছেন দলটির উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এবারের ইশতেহারে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের গত দুই মেয়াদের সাফল্য তুলে ধরে আগামীর পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এতে ২০২১, ২০৩০, ২০৪০, ২০৭১ এবং ২১০০ এ রকম কয়েকটি ধাপে বাংলাদেশের অবস্থান কোথায় থাকবে তার পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

এ ছাড়াও ইশতেহারে বদ্বীপ বা ডেল্টা পরিকল্পনা, ব্লু-ইকোনোমি ও তরুণদের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছ। তা ছাড়া্ডও ল্টা প্ল্যানে আগামী ২১০০ সালে বাংলাদেশ কোথায় অবস্থান করবে সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ ব্যাপারে গতকাল সোমবার ব্যারিস্টার বিপ্লব বলেন, ‘আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ইশতেহার ঘোষণা করবেন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখন জাতিকে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা পূরণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করেছেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ ও দিন বদলের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনিও তা বাস্তবায়ন করেছেন।’

বিপ্লব আরও বলেন, ‘আওয়ামী লীগ এখন যে প্রতিশ্রুতি দেবে তাও বাস্তবায়ন করবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন