প্রতিবাদ করতে মানুষ ভয় পাচ্ছে: জোনায়েদ সাকি

  19-12-2018 12:15AM

পিএনএস ডেস্ক : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, প্রতিবাদ করলেই গুলি করা হবে, গুম-খুনের শিকার হতে হবে, এ আতঙ্কে চোখের সামনে ঘটা দুর্নীতি আর অপশাসনের প্রতিবাদ করতে মানুষ ভয় পাচ্ছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ঢাকা-১২ সংসদীয় আসনের ২৭নং ওয়ার্ডের শেরেবাংলা এলাকার বিভিন্ন অঞ্চলে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, মানুষের প্রতিবাদহীনতার সুযোগে শেয়ারবাজার লুট, ব্যাংক লুট, দখল আর উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসব চলছে চারদিকে। ৩০ তারিখের নির্বাচনে এসবের জবাব দিতে মানুষ অপেক্ষা করছে। আর আওয়ামী লীগ তা জানে বলেই একদিকে প্রার্থীদের ওপর হামলার হচ্ছে, অপরদিকে নিরাপত্তাহীনতার কারণে অনেক প্রার্থী প্রচারণায় নামতে পারছেন না।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন এগুলো দেখেও না দেখার ভান করছেন।

এ সময় জোনায়েদ সাকির সঙ্গে ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতা দেওয়ান আবদুর রশীদ নীলু, তাসলিমা আখতার, বেলায়েত হোসেন, ইমরাদ জুলকারনাইন, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন