গণতন্ত্রের স্বার্থে ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিন: মির্জা ফখরুল

  19-12-2018 02:04PM


পিএনএস ডেস্ক : গণতন্ত্রের স্বার্থে ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৯ ডিসেম্বর) কুমিল্লার চান্দিনায় এক নির্বাচনী সভায় এ আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ভুয়া সরকার ও নির্বাচন কমিশন মিলে গণতন্ত্রকে জবাই করেছে। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। সে জন্য ৩০ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষকে জয়ী করার আহ্বান জানান তিনি।

বিএনপির মহাসচিব বলেন, এ সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। জনগণের সংগঠন করার অধিকার কেড়ে নিয়েছে। আমি বলব, গণতন্ত্রের স্বার্থে সবাই ৩০ ডিসেম্বর ভোট দিন, কেন্দ্র পাহারা দিন।

তিনি বলেন, আমি বহুদিন ধরে বলে আসছি-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। সরকার সেই দাবি না মেনে ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন করেছে। ওই নির্বাচনের মধ্য দিয়ে তারা জোর করে ক্ষমতা দখল করে আছে।

কুমিল্লা-৭ আসনে ২০-দলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থী রেদোয়ান আহমদের পক্ষে এ নির্বাচনী সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের নেতারা এ সময় বক্তব্য রাখেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন