কূটনীতিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে ঐক্যফ্রন্ট

  19-12-2018 04:07PM


পিএনএস ডেস্ক : বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। বুধবার দুপুর ২টায় রাজধানীর এক অভিজাত হোটেলে এ বৈঠক শুরু হয় বলে নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্টের এক নেতা।

নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, সৌদি আরব, কুয়েত, কাতারসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের উপস্থিত থাকার কথা রয়েছে।

ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে, ওই বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

বৈঠকে চলমান নির্বাচন প্রক্রিয়া, প্রার্থীদের হয়রানি, গ্রেপ্তার, মামলা ও ৩০ ডিসেম্বর সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আলাপ হবে বলেও জানা গেছে। কূটনীতিকদের সঙ্গে এই বৈঠকের সিদ্ধান্ত হয় গত ১৭ ডিসেম্বর রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসনের বাসায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠকে।

গত সোমবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত বৈঠকে আগামী ২৪ অথবা ২৫ ডিসেম্বর রাজধানীতে গণশোভাযাত্রা, ২৮ ডিসেম্বর রাজধানীতে গনসমাবেশ করার কর্মসূচি পালনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঐক্যফ্রন্ট।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন