কূটনীতিকদের নির্বাচনী পরিস্থিতি জানালেন ড. কামাল

  19-12-2018 05:49PM

পিএনএস ডেস্ক : ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে কূটনীতিকরা এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি বলে জানা গেছে।

বুধবার দুপুর ২টার দিকে গুলশানের একটি রেস্টুরেন্টে শুরু হওয়া বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক, ব্রিটেন, চীন, তুরস্ক, জাপান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রায় ৩০টি দেশের প্রতিনিধিরা।

অন্যদিকে ঐকফ্রন্ট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জোটের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাবিহ উদ্দিন আহমেদ, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরিন মুন্নী, নির্বাহী সদস্য তাবিথ আউয়াল প্রমুখ।

বৈঠক সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের সার্বিক পরিস্থিতি কূটনীতিকদের জানিয়েছেন ড. কামাল। নির্বাচনী প্রচারণায় বিরোধী জোটের প্রার্থীদের ওপর হামলা-মামলার বিষয়ে ব্রিফ করা হয়েছে। এসময় বিভিন্ন হামলার ভিডিও ফুটেজও দেখানো হয়েছে কূটনীতিকদের।

বৈঠক শেষে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের বলেন, বৈঠকে আমাদের ইশতেহারটি কূটনৈতিকদের কাছে তুলে ধরেছি। তাদেরকে জানিয়েছি, কীভাবে আমাদের ওপর হামলা, মামলা হচ্ছে। উনারা শুধু শুনেছেন, কোনো মন্তব্য করেননি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন