বিএনপির ইশতেহারে জনগণ হতাশ: নানক

  19-12-2018 06:03PM

পিএনএস ডেস্ক : বিএনপি যে ইশতেহার দিয়েছে তাতে যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলা নেই বিধায় তা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, আওয়ামী লীগের ইশতেহার জনগণকে উজ্জীবিত ও আশাবাদী করেছে। অপরদিকে বিএনপির ইশতেহারে জনগণ চরম হতাশ হয়েছে। এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কাদের বেছে নেবে।

বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দেশবাসী বিএনপির অবান্তর ও কল্পনাপ্রসূত ইশতেহারকে প্রত্যাখ্যান করেছে দাবি করে নানক বলেন, ‘দেশবাসী জানে বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে। হত্যা-সন্ত্রাস, সংখ্যালঘু নির্যাতন, দুর্নীতি, দুর্বৃত্তায়নের অভয়ারণ্যে পরিণত হবে। শিক্ষাঙ্গনে অস্ত্রের ঝনঝনানি বেজে উঠবে।

মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সংস্কৃতি প্রতিষ্ঠায়, বাংলাদেশ সমৃদ্ধ, সুন্দর ও শান্তিপূর্ণ রাষ্ট্র নির্মাণের স্বপ্ন সুদূরপরাহত হবে। তাই আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। আমরা বিএনপিকে আহ্বান জানাবো— আপনারা গণতান্ত্রিক রাজনীতির ধারায় ফিরে আসুন। উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি গ্রহণ করুন।’

নানক আরও বলেন, আইএসআইয়ের (পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্স) সঙ্গে দফায় দফায় বৈঠকের খবর আমরা পত্র-পত্রিকায় পড়েছি। এতে প্রমাণ হয়, বিএনপি-জামায়াত একাদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের পাঁয়তারা করছে। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক করতে চাই। বাংলার জনগণ নির্বাচন করবেই করবে।

দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলার জনগণ নির্বাচন করবেই করবে। ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণ বিএনপিকে ঘৃণাভরে প্রত্যাখান করবে।

অপর এক প্রশ্নের উত্তরে নানক বলেন, জামায়াত লবিস্ট নিয়োগ করে পার পাবে না। বিজয়ের মাসে মানুষ নৌকায় ভোট দিয়ে তাদেরকে চূড়ান্তভাবে পরাজিত করবে।

নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা সরে যাচ্ছে উল্লেখ নানক বলেন, আওয়ামী লীগের সব বিদ্রোহী সরে গেছে। চারজন আছেন, তারাও সরে যাবেন। নইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, তথ্য সম্পাদক আফজাল হোসেন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন