‘বিএনপির সংসদে যাওয়া উচিত’

  13-01-2019 09:22PM

পিএনএস ডেস্ক : বিএনপির সংসদে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী

রোববার বিকালে রাজধানীর একটি মিলনায়তনে বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিকে সংসদে বসার আহ্বান জানিয়ে বদরুদ্দোজা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর একটি বক্তব্য প্রতিধ্বনি করে আমিও বলব, বিএনপির উচিত হবে সংসদে বিরোধী দল হিসেবে তাদের সঠিক ভূমিকা রাখা।

তিনি বলেন, নিজেদের ভুল-ত্রুটি এবং সরকারের ভুল-ত্রুটি সম্পর্কে সংসদে সাহসী উচ্চারণের মাধ্যমে বিএনপি সঠিক ভূমিকা রাখতে পারে। এটা ভবিষ্যতে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি চর্চার জন্য অপরিহার্য।

বি চৌধুরী আরও বলেন, সঠিকভাবে গণতন্ত্রের চর্চা না হলে এবং সংসদকে এই গণতন্ত্রিক চর্চার মূল কেন্দ্র হিসেবে প্রমাণিত করতে না পারলে, সংসদে বিরোধী দল যোগদান না করলে, একদিকে বিরোধী দলের ভবিষ্যৎ, অন্যদিকে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে।

যুক্তফ্রন্ট চেয়ারম্যান বলেন, বিকল্পধারা বাংলাদেশ মনে করে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এখনও যারা স্বাধীনতাবিরোধী তাদের চূড়ান্ত উপলব্ধির সময় এসেছে।

এ সময় তিনি জামায়াত নিয়ে ড. কামালের বিলম্ব উপলব্ধির জন্য ধন্যবাদ জানান।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দলের মহাসচিব মেজর (অব:) মান্নান ও মাহী বি চৌধুরীকে সংবর্ধনা দেয় বিকল্প যুবধারা।

পিএসএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন