সিঙ্গাপুর যাচ্ছেন ড. কামাল

  14-01-2019 01:04AM

পিএনএস ডেস্ক: চিকিৎসার জন্য আগামী ২০ জানুয়ারি সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

গণফোরামের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ড. কামাল হোসেন নিয়মিত চেকআপের জন্য মাঝেমধ্যে সিঙ্গাপুর যান। তবে গত ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনের কারণে প্রায় দুই মাস তিনি শারীরিক চেকআপ করাতে যেতে পারেননি।

আগামী ২০ জানুয়ারি স্ত্রী হামিদা হোসেনসহ তিনি সিঙ্গাপুর যাবেন। শারীরিক চেকআপ শেষে ২৫ বা ২৬ জানুয়ারি ব্যাংকক হয়ে তার দেশে ফেরার কথা রয়েছে।

সিঙ্গাপুর থেকে ড. কামাল হোসেন লন্ডন যাবেন কিনা জানতে চাইলে ঐক্যফ্রন্টের গণমাধ্যম বিষয়ক সমন্বয়ক লতিফুল বারী হামিম বলেন, তিনি বিভিন্ন কাজে নানা দেশ সফর করেন। তবে লন্ডনে যাবেন কিনা- তা আমার জানা নেই।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর স্ত্রী হামিদা হোসেন নিয়ে থাইল্যান্ড গিয়েছিলেন ড. কামাল।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন