ছাত্রদল কর্মীকে পেটাল বুটেক্স ছাত্রলীগ সভাপতি

  14-01-2019 03:37PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস(বুটেক্স) ছাত্রলীগ সভাপতি নাজমুল আলম সাকিবের বিরুদ্ধে মু্ক্তাদির নামে এক ছাত্রদল কর্মীকে সংগঠন করার অপরাধে পেটানোর অভিযোগ উঠেছে৷

রোববার (১৩ জানুয়ারি) দুপুর ২টায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস(বুটেক্স) এর এম ও জি ওসমানী হল মাঠে এ ঘটনা ঘটে৷

মারধরের শিকার মুক্তাদির বিশ্ববিদ্যালয়ের 'টেক্সটাইল ইন্জিনিয়ারিং ম্যানেজমেন্ট' বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী৷

নাম প্রকাশে অনিচ্ছুক মুক্তাদিরের একজন সহপাঠী জানায়, ছাত্রলীগ সভাপতির হুমকির কারণে মুক্তাদির অনেক দিন থেকেই ক্যাম্পাসে আসতে পারছে না, এমনকি তার একাডেমিক কার্যক্রমওে বিঘ্ন ঘটছে৷ হুমকি সত্ত্বেও মুক্তাদির আজ ক্লাস করার জন্য ক্যাম্পাসে আসলে ছাত্রলীগ সভাপতি তাকে ডেকে পাঠায়৷ মুক্তাদির সামনে যাওয়ার পর ছাত্রলীগ সভাপতি কোনো কিছু না বলেই তাকে মারধর করে৷ ভুক্তভোগী মুক্তাদিরের সাথে কথা বলে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়েছে৷

মুক্তাদির আরও জানান, মারধর করার পর তার নিজের ফেসবুক আইডি থেকে দল ও দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য পোস্ট করা হয়েছে৷

এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি নাজমুল আলম সাকিবকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেন নি৷

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন