জনগণের দৃষ্টিভঙ্গি প্রভাবিত করতেই আ.লীগের বিজয় উৎসব: মির্জা ফখরুল

  19-01-2019 11:28AM

পিএনএস ডেস্ক : ৩০ ডিসেম্বর আওয়ামী লীগের যে পরাজয় হয়েছে সেবিষয়ে জনগণের দৃষ্টিভঙ্গি ভিন্নখাতে প্রভাবিত করার জন্য আওয়ামী লীগ কথিত বিজয় উৎসব করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে দলের প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক, প্রথম সেক্টরের কমান্ডার ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরউত্তমের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘পরাজয়ে জনগণের দৃষ্টিভঙ্গি ভিন্নখাতে প্রভাবিত করতেই আওয়ামী লীগ কথিত বিজয় সমাবেশ করছে। ৩০ ডিসেম্বর গণতন্ত্রের পরাজয় হয়েছে। আওয়ামী লীগ সবচেয়ে পরাজিত হয়েছে।’

ঐক্যফ্রন্টের বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘ জাতীয় ঐক্যফ্রন্ট আছে, ২০ দলীয় জোটও আছে। আমাদের মাঝে কোনো টানাপোড়েন নেই।’


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন