ভোট কারচুপির ট্রেনিং দেয়ার দক্ষতা অর্জন করেছে সরকার: হাফিজ

  23-02-2019 03:40PM

পিএনএস ডেস্ক : বিএনপির ভাইস-চেয়ারম্যার মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রম বলেছেন, ‘কিভাবে গভীর রাতে ভোট কারচুপি করতে হয় সেটার জন্য সারা বিশ্বে ট্রেনিং দেয়ার দক্ষতা অর্জন করেছে বর্তমান অবৈধ সরকার।’

তিনি বলেন, ‘সংসদ নির্বাচনের পরে একটি মজার বিষয় লক্ষ্য করলাম আমাদের দেশের দেড় হাজার আমলাকে ট্রেনিং দেয়ার জন্য ভারতে পাঠানো হয়েছে। আমার প্রশ্ন ওটা (ভারত) কি খুব উন্নত দেশ যে ওখানে আমাদের আমলাদেরকে ট্রেনিং দেওয়া হবে। সত্যিকারের সিদ্ধান্ত যদি এমন হতো প্রশংসা করতাম আমাদের দেশে ওই দেশ থেকে দেড় হাজার আমলা ট্রেনিংয়ের জন্য আসছে একটা বিষয়ের উপরে যে কিভাবে গভীর রাতে ভোট কারচুপি করতে হয়। কারণ এটার জন্য শুধু ভারত কেন সারা বিশ্বে আমরা ট্রেনিং দেয়ার দক্ষতা অর্জন করেছি।’

শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে রাজনৈতিক ব্যক্তিত্ব ও কলামিস্ট তৈমুর আলম খন্দকারের দুটি বইয়ের রচনা পাঠ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি।

এই সরকার শেষ সরকার নয়, যথাসময়ে এই অবৈধ সরকারের পতন ঘটবে এমন মন্তব্য হাফিজ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘একটি বিষয় আমি আশার বাণী শোনাতে চাই এই সরকার শেষ সরকার নয়, ইনশাআল্লাহ যথাসময়ে এই অবৈধ সরকারের পতন ঘটবে। সেই পতন বিএনপি ঘটাতে পারবে কিনা আমি সেই ব্যাপারে নিঃসন্দেহ নই, আমরা পারবো কিনা জানিনা তবে বাংলাদেশের সাধারণ মানুষ অত্যন্ত লড়াকু তারা এই ধরনের স্বৈরশাসককে কখনো বরদাস্ত করবে না।’

তিনি বলেন, ‘সরকারের শুভ বুদ্ধির উদয় হত যদি গণতন্ত্রের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে তাদের পরিবর্তন হতো সেটা দেশের জন্য খুব ভালো হতো। হয়তো এমনভাবে পরিবর্তন হবে সেটা আমরা চাই না, হয়তো এমন শক্তি পরিবর্তন ঘটাবে কিংবা ধর্মীয় উগ্রবাদের আবির্ভাব হবে মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশে যে ধরনের ধর্মীয় শক্তি বর্তমানে আসর জাঁকিয়ে বসেছে সেই ধরনের পরিবর্তন আমরা বাংলাদেশে চাই না।’

বিএনপির এই নেতা বলেন, ‘এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রের জন্য বাংলাদেশের অভ্যুদয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য। সেই গণতন্ত্রকে বিদায় দিয়েছে এই সরকার। আমরা চেয়েছিলাম গণতন্ত্রের মাধ্যমে ব্যালটের মাধ্যমে তাদের বিদায় হোক কিন্তু সেটি তারা মানতে রাজি নয় সুতরাং আমরাও দর্শকের ভূমিকায় থাকলাম অপেক্ষা করে দেখব কিভাবে তাদের পরিবর্তন হয়। কিভাবে তাদের পতন হয় তবে যেতে তাদেরকে হবেই বাংলাদেশ থেকে নইলে এদেশের ইতিহাস সভ্যতা প্রকৃতি সব কিছুই মিথ্যে হয়ে যাবে।’

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। আরও বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, তৈমুর আলম খন্দকার, কবি আবদুল হাই শিকদার, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন