মাদকের বিরুদ্ধে যে হুঁসিয়ারী দিলেন সুলতান মনসুর!

  24-03-2019 05:51PM

পিএনএস ডেস্ক :মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কড়া হুঁসিয়ারী দিয়েছেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর এই প্রথম নিজ নির্বাচনী এলাকায় একটি মিলাদ মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এমন হুঁসিয়ারী উচ্চারণ করেন ডাকসুর সাবেক এ ভিপি।

এর আগে রেল পথে গভীর রাতে কুলাউড়ায় পৌঁছান সুলতান মনসুর। দুপুর ১২টায় কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিলে অংশ নেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুলতান মনসুর বলেন- ‘বাংলাদেশে কি হল, না হল সেটা দেখার বিষয় আমার নয়। সারা বাংলাদেশের দায়িত্ব আমার নয়। আমার নির্বাচনী এলাকায় কোন অনিয়ম দেখতে চাই না। কোন রকম অন্যায় ও অবিচারমূলক কাজ আমার এলাকায় করতে দেয়া যাবে না। ক্রাইমের সাথে জড়িত থাকলে কোন আপোষ নেই। সে যে দলের হোক বা যে পথের হোক সেটা দেখার বিষয় নয়।’এসময় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসানের দৃষ্টি আকর্ষন করেন তিনি।

উপস্থিত সকলের উদ্দেশ্য সুলতান মনসুর বলেন-‘আমার এলাকায় কোন ইয়াবা ব্যবসা-সেবন করতে দেয়া যাবে না। কোন নেশাজাতীয় দ্রব্য চলবে না। স্কুল কলেজ ও মাদ্রাসা পড়–য়া মেয়ে শিক্ষার্থী নিরাপদে বাড়িতে ফিরতে পারে সেটা নিশ্চিত করতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সুলতান বলেন- প্রধান মন্ত্রী যেমন দেশকে মাদক ও দুর্নীতি মুক্ত চান তেমনি কুলাউড়াও হবে মাদক মুক্ত, নেশা মুক্ত ও দুর্নীতি মুক্ত মডেল কুলাউড়া।’

কলেজে উপস্থিত মেয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্য মনসুর বলেন-‘বাসা থেকে বের হয়ে এই প্রতিষ্ঠানে আসা এবং ক্লাস শেষ করে নিরাপদে বাসায় ফিরে যাওয়ার ব্যবস্থা আমি বেঁচে থাকলে করব ইনশাআল্লাহ। আমিও দেখতে চাই কারা ছাত্রীদের সাথে বাড়াবাড়ি করে।’

মনসুর বলেন-‘১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত কুলাউড়ার এমপি থাকাবস্থায় উন্নয়নের যত ভূমিকা রেখেছি ১ টাকার কোন অনিয়মের অভিযোগ কেউ আনতে পারবে না। আমি সুলতান মনসুর যতদিন বেঁচে থাকব, সাদাকে সাদা আর কালোকে কালো বলেই যাব। অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় বলব।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন জানিয়ে ডাকসুর সাবেক এ ভিপি বলেন-‘সে ঐক্য হবে মুক্তি সংগ্রামের চেতনায় বিশ্বাসী। জনগণের চিন্তার সমন্বয়ে। জাতীয় ঐক্যের ডাকের মধ্য দিয়ে এ জাতি ঐক্যবদ্ধ হবে।’

এ প্রসঙ্গে সুলতান মনসুর বলেন-‘ভারতের মহাত্মা গান্ধী (জাতির পিতা, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের একজন), চায়নার মাও সেতুং (জাতির পিতা, চীনা বিপ্লবী মার্কসবাদী তাত্তিক ও রাজনৈতিক নেতা) তেমনি বাংলাদেশের বেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জয় বাংলা বাদ দিয়ে বাংলাদেশ কল্পনা করা যাবে না।

তিনি বলেন-‘আমি একজন বঙ্গবন্ধু অনুসারী হিসেবে বিশ্বাস করি দল-মতের পার্থক্য থাকতে পারে। তবে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন দু:খী মানুষের মুখে হাঁসি ফুটানোর আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে। রাজনীতিতে শত মত শত পথ থাকতে পারে। দলমতের পার্থক্য থাকতে পারে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যার যার মত প্রকাশ করবে। কিন্তু জয়বাংলা ও জাতির জনকের বিষয়ে কোন আপোষ নাই। সাংবিধানীকভাবে বাংলাদেশের স্থাপতি শেখ মুজিবুর রহমান সেটাও অস্বীকার করার সুযোগ নেই।’

জাতীয় নির্বাচন চলাকালীন অবস্থায় যা হয়েছে সেসব ভূলে যাওয়ার আহব্বান জানিয়ে এ সাংসদ বলেন- ‘কুলাউড়ার মানুষ শত প্রতিকূলতার মাঝেও দল মতের ঊর্ধ্বে উঠে আমাকে নির্বাচিত করেছেন। তারা চান দীর্ঘদিনের অবহেলিত কুলাউড়ার উন্নয়ন। তাই আমি কথা দিচ্ছি আপনাদের সবাইকে নিয়ে একটি মডেল কুলাউড়া উপজেলা উপহার দেওয়ার। কারণ কুলাউড়ার উন্নয়ন প্রশ্নে কোন আপোষ নয়। আপনারা ভোট দিয়েছেন বলেই ১৮ বছর পর এমপি হিসেবে এ প্রতিষ্ঠানে আমি উপস্থিত হয়েছি। দেশের কল্যাণ, মানুষের কল্যাণে, কুলাউড়ার কল্যাণে ও বৃহত্তম সিলেটর কল্যাণে আমার ভূমিকা সরব থাকবে।’

কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফের স ালনায় কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক এমপি আব্দুল মতিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আহসান উদ্দিন আহমদ।

মিলাদ মাহফিল শেষে মরহুম বেলায়েত হোসেন চৌধুরী শাহীন এর কবর জিয়ারত করে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে সার্বিক খোঁজ খবর নেন। তিনি আশ্বস্ত করেন সব সময় তাদের পাশে থাকার। তিনি কুলাউড়ার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর রাখেন। আর নির্বাচনের সময় কিছু অতি উৎসাহী প্রশাসনিক কর্মকর্তা ও একটি বিশেষ গোষ্ঠির বিভিন্ন ভাবে হয়রানী করার বিবরণ তাদের মুখে শুনেন। পরে তিনি নেতা কর্মীদের বলেন-‘আমি বেঁচে থাকতে কুলাউড়ায় কোন দল, গোষ্ঠি বা কোন ধর্মের মানুষ অনিরাপদ থাকতে পারে না। ইনশাআল্লাহ সবার সহযোগীতায় কুলাউড়ায় ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন