ভোট না দেয়া জনগণের নীরব প্রতিবাদ: জোনায়েদ সাকি

  25-03-2019 02:58PM

পিএনএস ডেস্ক : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন মানুষের মধ্যে একটা অনাস্থা তৈরি করেছে। এ কারণে বিরোধী সব পক্ষ পরের নির্বাচনগুলো বয়কট করেছে, মানুষও আর এই নির্বাচনে উৎসাহ পাচ্ছে না।

সোমবার (২৫ মার্চ) এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি অভিযোগ করে বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে যেভাবে সরকারীকরণ করা হচ্ছে তাতে করে সেখানে প্রতিনিধি নির্বাচন নয় বরং নিয়োগ করা হচ্ছে।

তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার ব্যাপক সংস্কার ও সুষ্ঠু জাতীয় নির্বাচন ছাড়া এই অবস্থা বদলাবে না, মানুষ আগ্রহ পাবেনা। আওয়ামী লীগের লোকজনও বুঝে গেছে নির্বাচন একটা আনুষ্ঠানিকতা মাত্র। ফলে তারাও ভোট দিচ্ছে না।

অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়ায় মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে উল্লেখ করে গণসংহতি আন্দোলনের নেতা বলেন, ভোট না দেয়া জনগণের একরকম নীরব প্রতিবাদ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন