খালেদার জামিন নিয়ে দরকষাকষি বাজে দৃষ্টান্ত : হানিফ

  20-04-2019 05:37PM

পিএনএস ডেস্ক : বিএনপি থেকে নির্বাচিত এমপিদের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার সঙ্গে দণ্ডপ্রাপ্ত কারাবন্দী খালেদার মুক্তির বিষয়টি বাজে দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, বেগম জিয়ার মুক্তি একমাত্র আইনি পথেই সম্ভব।

তিনি বলেন, কোনো দণ্ডপ্রাপ্ত কয়েদির মুক্তির জন্য তাকে ভোট দেননি, যে এটা নিয়ে দরকষাকষি করবেন- সংসদে যাবেন কি যাবেন না। এরকম কোনো সিদ্ধান্তের জন্য ভোটাররা ভোট দেননি। খালেদা জিয়ার জামিন নিয়ে সংসদে যাবেন কিনা এমন দরকষাকষি যে তারা করছেন, এটা খুব বাজে দৃষ্টান্ত হিসাবে বাংলাদেশে থাকবে। এ ধরনের রাজনীতি বাংলাদেশের জনগণের জন্য কাম্য নয়।

নুসরাত হত্যা মামলায় গ্রেপ্তার রুহুল আমিন সম্পর্কে তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। অভিযোগ করার সঙ্গে সঙ্গেই কারো বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া যায় না।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন