দেশের মানুষ কার্যকর নেতৃত্ব চায়: ড. কামাল

  14-05-2019 10:20PM

পিএনএস ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, 'দেশের মানুষ এখন কার্যকর নেতৃত্ব চায়। জনগণ গণতন্ত্রের অপব্যাখ্যা সম্পর্কে জানে। গণতন্ত্রের নামে কী হচ্ছে, জনগণ তা বোঝে।' তিনি বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে জনগণকে দেশের মালিক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। জনগণ ক্ষমতার মালিক-এটা মুখের কথা না। সংবিধানেই লেখা আছে।'

মঙ্গলবার ঢাকা মহানগর গণফোরামের কর্মীসভায় ড. কামাল হোসেন এ কথা বলেন। আরামবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় পার্টির মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ সভাপতিত্ব করেন।

সভায় বক্তৃতা করেন দলের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোক্কাবির খান এমপি, মেজর জেনারেল (অব.) আ ম সা আমিন, অ্যাডভোকেট মহসিন রশিদ, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, মাহমুদ উল্লাহ মধু প্রমুখ।

ড. কামাল বলেন, জনগণকে দেশের মালিক করার কাজ করছে গণফোরাম। কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নেতাকর্মীদের প্রতি ঝুঁকি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে সর্বস্তরের মানুষকে কার্যকরভাবে সংগঠিত করুন।

দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া তার বক্তব্যের শুরুতে মোস্তফা মোহসীন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ বিভিন্ন নেতার নাম উচ্চারণ করে বলেন, তারা দলকে এতদিন অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের এর আদর্শে সম্পৃক্ত রেখেছেন। ভবিষ্যতে দলের পরীক্ষিত নেতাকর্মীদের সহায়তায় তারাই ক্ষমতায় যাবেন।

রেজা কিবরিয়া বলেন, দেশের মানুষ এই মূহুর্তে পরিবর্তন চায়। প্রকৃত নির্বাচন চায়। দলকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে গণফোরাম মনোনীত প্রার্থীরা প্রতিটি আসনে নির্বাচিত হয়। সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকলে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামই ক্ষমতায় আসবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন