সরকারের দায়িত্বহীনতায় কৃষকের ক্ষেতে আগুন: দুদু

  16-05-2019 02:48PM

পিএনএস ডেস্ক : সরকারের দায়িত্বহীনতায় কৃষক ধা‌নের ন্যায্যমূল্য না পেয়ে ক্ষেতে আগুন দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জাতীয়তাবাদী কৃষকদল-এর উদ্যোগে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপল‌ক্ষে এক আলোচনা সভায় তি‌নি এ মন্তব্য করেন।

দুদু বলেন, ‘দেশের কৃষকরা বর্তমানে খুব খারাপ অবস্থায় আছে। শুধু কৃষকরা নয়, শ্রমিকদের অবস্থাও খুব খারাপ। দেশের আপামর জনগণ খুব খারাপ অবস্থায় আছে।’

তিনি বলেন, ‘এই দেশে কৃষকরা ধানের দাম পায়নি বলে ক্ষেতে আগুন দিয়েছে। এরকম কখনো হয়নি, এই সরকারের আমলে সেটা আমরা দেখতে পেলাম। দেশে এই অবস্থা কেন? একটা প্রতারক সরকার দেশে আছে বলে দেশের এই অবস্থা। এ সরকা‌রের কোন দায়িত্ব নেই, জবাবদিহিতা নেই, মানুষের সঙ্গে সামান্য পরিমাণ সংযোগ নেই।একেবারে ডাকাতি করে জোর করে এই সরকার ক্ষমতায় আছে।’

সা‌বেক ছাত্রদ‌লের এ সভাপ‌তি বলেন, ‘ফ্যাসিবাদ স্বৈরতন্ত্রের লক্ষ্য এরা মিথ্যাটাকে সত্য করে, সত্যটাকে মিথ্যা করে। নিজের ওপর আস্থা কমিয়ে দেয়, সাহস গুড়িয়ে দেয়। সব বিষয়ে অবিশ্বাসটা‌কে ঘিরে রাখে। এখন একটি যুবকও বিশ্বাস করে না এর পরিবর্তন কবে হবে এটাই ফ্যাসিবাদের লক্ষণ। এই ফ্যাসিবাদকে ঘুরিয়ে দিতে হলে আমাদেরকে রাজনীতিতে ফিরে আসতে হবে, সংগঠনে ফিরে আসতে হবে। এই জায়গায় ফিরে আসতে হলে মওলানা ভাসানী, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াকে অনুকরণ করতে হবে।’

তিনি বলেন, ‘আমি মওলানা ভাসানী, শহীদ জিয়া, বেগম জিয়ার আদর্শ থেকে দূরে থাকবো আর ভালো কিছু আশা করব এটা হবে না। এই দেশে যা কিছু এসেছে আন্দোলন-সংগ্রাম রক্তের মধ্য দিয়ে এসেছে, এখানে আপস করার কোন সুযোগ নেই।’

সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘কৃষকের ন্যায্যমূল্য দাবি আদায় করতে হবে, বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে হবে। তাকে জেল থেকে মুক্ত করা মানেই একটি জীবনকে ফিরিয়ে আনা। তারেক রহমানকে প্রবাসী জীবন থেকে দেশে ফিরিয়ে আনা মানেই একটি তরুণকে ফিরিয়ে আনা। একটি রাষ্ট্রনায়ক কে ফিরিয়ে আনা।’

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য নাজমুল হক নান্নু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সদস্য সচিব হাসান জাফির তুহিন, যুগ্ম আহ্বায়ক তক‌দির হো‌সেন মো. জ‌সিম, জামাল উদ্দিন খান মিলন, সদস্য এস‌কে সা‌দি প্রমুখ বক্তব্য রাখেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন