খালেদা জিয়ার মুক্তির জন্য মরার দরকার নেই, রাস্তায় আসেন : নজরুল ইসলাম

  16-05-2019 03:45PM

পিএনএস ডেস্ক : বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির জন্য রাস্তায় নামাটাই জরুরি বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলীয় চেয়ারপারসনের মুক্তির জন্য ‘আত্মাহুতি’ দিতে দলীয় এক নেতার আহ্বানের পরিপ্রেক্ষিতে এ কথা বলেছেন তিনি। নজরুল ইসলাম খান বলেছেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য আপনার মরার দরকার নেই। সাহস করে রাস্তায় আসেন। চলেন, একসঙ্গে রাস্তায় নেমে মিছিল করি। তাহলেই খালেদা জিয়ার মুক্তি হবে।’

আজ বৃহস্পতিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী কৃষক দল আলোচনা সভার আয়োজন করে।

নেতা-কর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, ‘এখানে একজন বলেছেন, আত্মাহুতি দেওয়া দরকার। আত্মাহুতি দেওয়ার জন্য কারও অনুমতি লাগে নাকি? আমি যদি আত্মাহুতি দিতে চাই, তাহলে একা একাই আত্মাহুতি দিতে পারি। কিন্তু আপনার মৃত্যু তো আমার চাওয়া না। আমার চাওয়া হলো খালেদা জিয়ার মুক্তি।’

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা সবাই বলছি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য কী করা দরকার। এ নিয়ে বহু আলোচনা করছি। কিন্তু আসলে কিছুই করছি না। কী করা দরকার, এ বিষয়ে কারও বুদ্ধির অভাব নেই। তবে সেই বুদ্ধির কাজটা করার মতো কোনো উদ্যোগ নেই।’

ফারাক্কা বাঁধের বিষয়ে নজরুল ইসলাম বলেন, ‘কেন আজকে আমরা ফারাক্কা বাঁধ ও মাওলানা ভাসানীর কথা মনে করব? কারণ, পরীক্ষামূলকভাবে চালু করা এই ফারাক্কা বাঁধ, সেই পরীক্ষা আজ পর্যন্ত শেষ হলো না।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা নজমুল হক, ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন