খালেদার মুক্তির দাবি গণতন্ত্রের কবর রচনার চক্রান্ত: ইনু

  08-06-2019 07:02AM

পিএনএস ডেস্ক: সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার মুক্তির দাবি মানে হচ্ছে- রাজাকার, জামায়াত ও জঙ্গি পুনর্বাসন প্রকল্প এবং গণতন্ত্রের কবর রচনার চক্রান্ত।

শুক্রবার (০৭ জুন) দুপুরে নোয়াখালী সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেনের মন্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের ডাক দেয়ার জবাবে সমাবেশের আযোজন করা হয়। এতে নোয়াখালী জেলা জাসদের সভাপতি নূর আলম চৌধুরী পারভেজ ও সাধারণ সম্পাদক আজিজুল হক বকশীরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হাসানুল হক ইনু বলেন, রাজাকার, জঙ্গি, জামায়াতের ঘনিষ্ঠ মিত্র এবং রক্ষক খালেদা-তারেক তাদের সঙ্গে হাত মিলিয়ে গণতন্ত্র উদ্ধার হয় না, গণতন্ত্রের কবর রচনা হয়। ড. কামাল আইনের চোখে প্রমাণিত দুর্নীতিবাজকে মুক্ত করার জন্যে আন্দোলনের হুমকি না দিয়ে আদালতে লড়াই করুক।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন