সিনেট সদস্য হলেন মোকতাদির চৌধুরী এমপি

  09-06-2019 06:46PM

পিএনএস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হয়েছেন একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির মনোনয়ন নিয়ে র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১) (ই) অনুযায়ী তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বিএসএস এবং এমএসএস ডিগ্রি অর্জন করেছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন