বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের বিক্ষুব্ধ নেতাকর্মীদের অবস্থান

  16-06-2019 02:54PM


পিএনএস ডেস্ক: ছাত্রদলের কমিটি ঘোষণায় বয়সসীমা তুলে দিয়ে দেওয়ার দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে ছাত্রদলের বিভিন্ন স্তরের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

আজ রবিবার রাজধানীর নয়াপল্টনে কয়েকশ নেতা-কর্মী অবস্থান নেন। ছাত্রদলের নতুন কমিটি গড়ার ক্ষেত্রে বয়সসীমা তুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা।

গত ৩ জুন ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেয়ার পাশাপাশি কাউন্সিলের মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচনের ঘোষণা দেয় বিএনপি। কাউন্সিলে প্রার্থী হতে ২০০০ সাল থেকে পরবর্তী যেকোনো বছরে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অবশ্যই বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়াসহ তিনটি শর্ত নির্ধারণ করে দেয়া হয়।

এর আগে গত ১২ জুন একই দাবিতে কেন্দ্রীয় কার্যালয়ের দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন সংগঠনের নেতা-কর্মীরা। পরে কেন্দ্রীয় নেতাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন