ছাত্রদলের আন্দোলন স্থগিত

  17-06-2019 10:09PM

পিএনএস ডেস্ক : ছাত্রদলের নতুন কমিটি গঠনের দায়িত্বে থাকা সার্চ কমিটির আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন সংগঠনের বিলুপ্ত কমিটির নেতারা। মঙ্গলবার তাদের অবস্থান কর্মসূচি পালনের কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। বয়সের সীমারেখা ছাড়াই নতুন কমিটি গঠনের দাবিতে আন্দোলন করছেন তারা।

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন সাবেক কমিটির নেতারা। তারা তাদের দাবির পক্ষে স্লোগান দেন। তাদের কর্মসূচিতে অনেক জুনিয়র ছাত্রনেতাকেও দেখা গেছে।

এ সময় সার্চ কমিটির নেতা ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন আন্দোলনকারী ছাত্রনেতাদের জানান, তারা তাদের দাবি নিয়ে কাজ করছেন। দলের হাইকমান্ডের সঙ্গে কথা বলছেন। তাদের দু'-একদিন সময় দিতে হবে। এর মধ্যে আন্দোলন না করার জন্য তিনি অনুরোধ করেন।

ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির জানান, সাবেক ছাত্রনেতা ও সার্চ কমিটির অন্যতম দায়িত্বশীল খায়রুল কবির খোকনের নির্দেশনায় আজ মঙ্গলবার তাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজকের মধ্যে দাবি মানা না হলে বুধবার থেকে আবারও আন্দোলন করবেন তারা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন