৩ কোটি মানুষের কর্মসংস্থানে কীভাবে হবে বাজেটে ব্যাখ্যা নেই : রুমিন

  23-06-2019 01:44PM

পিএনএস ডেস্ক :২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রসঙ্গে সংরক্ষিত নারী আসনের এমপি ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ২০৩০ সালের মধ্যে তিন কোটি মানুষের কর্মসংস্থানের কথা বলা হয়েছে কিন্তু কীভাবে করা হবে তার কোনো ব্যাখ্যা নেই।

রোববার (২৩ জুন) 'সিপিডির বাজেট সংলাপ ২০১৯' শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, দেশে খেলাপি ঋণ মহামারী আকার ধারণ করেছে। ব্যাংক খাতে ১ লাখ ১০ হাজার কোটি টাকা খেলাপি ঋণ। আর অবলোপকৃতসহ ১ লাখ ৫৫ হাজার কোটি টাকা। এছাড়া যেসব লুকায়িত মন্দ ঋণ রয়েছে সেগুলো হিসাবে আনলে প্রকৃতপক্ষে খেলাপি ঋণ দাঁড়াবে তিন লাখ কোটি টাকায়।

এছাড়া সরকার বাজেট ঘাটতি মেটাতে ৪৭ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিলে বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দ্রুত ধনী বৃদ্ধির তালিকায় বাংলাদেশ বিশ্বে প্রথম। আর দরিদ্র বৃদ্ধিতে বিশ্বে পঞ্চম। ফলে ধনী-দারিদ্রের বৈষম্য বাড়ছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন