হাশরের দিনে হলেও সিইসিকে জবাবদিহি করতে হবে : আবুল মকসুদ

  10-07-2019 01:34AM

পিএনএস ডেস্ক : বিশিষ্ট সাহিত্যিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ অস্বচ্ছ ও গোঁজামিলের নির্বাচন অনুষ্ঠানের জন্য সিইসিকে দায়ী করে বলেছেন, এমন নির্বাচন আয়োজনের জন্য বর্তমান প্রধান নির্বাচন কমিশনকে (সিইসি) রোজ হাশরের দিনে হলেও জবাবদিহি করতে হবে। তিনি বলেন, অতীতেও অস্বচ্ছ নির্বাচন হয়েছে, গোঁজামিলের নির্বাচন হয়েছে। কিন্তু বর্তমান নির্বাচন কমিশন গোঁজামিলে না গিয়ে ‘সোজামিল’ অর্থাৎ শতভাগ ভোটে চলে গেছে, যা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সুজন সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম. হাফিজউদ্দিন খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, নির্বাহী সদস্য স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ এবং বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক বক্তব্য দেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন