খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন বিভাগে সমাবেশ করবে বিএনপি

  13-07-2019 10:07PM

পিএনএস ডেস্ক :বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীর শহরে সমাবেশের অংশ হিসেবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনায় সমাবেশ করবে দলটি।

শনিবার(১৩ জুলাই) সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় গুলশানে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

এর আগে বিকেল ৫টা থেকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১৮ তারিখে বরিশাল, ২০ তারিখে চট্টগ্রাম, ২৫ তারিখে খুলনা সমাবেশ করবো। আর ৩০ জুলাইয়ের মধ্যে বাকি বিভাগ গুলোতে সমাবেশ করা হবে।’

তিনি বলেন, ‘নারী ও শিশু ধর্ষণ, হত্যা বেড়েই চলেছে। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ২ হাজার ৮৩ জন নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছেন। সম্প্রতি দেশে শিশু ও নারী নির্যাতন আশংকাজনক ভাবে বেড়ে চলেছে, যা সমাজে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। এ বিষয়ে একটি পরিসংখ্যান সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা তুলে ধরবো, এবং এ বিষয়ে কর্মসূচি দেয়া হবে।’

সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ইস্যুটি দেশের অর্থনীতি, স্বাধীনতার উপর বড়রকমের চাপ সৃষ্টি করেছে। রোহিঙ্গা সমস্যা সমাধান করতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে কোনো কার্যকরী উদ্দ্যোগ সরকার গ্রহণ করতে পারছে না। রোহিঙ্গা বিষয়গুলো নিয়ে আমরা সেমিনারের মাধ্যমে কুটনৈতিকদের আমরা ব্রিফিং করবো।’

সারা দেশে বন্যা কবলিত অঞ্চলের মানুষদের পাশে দাড়াতে নেতা কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে ত্রাণ কমিটি সক্রিয় করা হবে বলেও জানান মির্জা ফখরুল।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে যুক্ত ছিলেন। তার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (পদাধিকার বলে), স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিম রহমান।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন