ভদ্র রাজনীতিবিদ ছিলেন এরশাদ: জাফরুল্লাহ চৌধুরী

  14-07-2019 04:50PM

পিএনএস ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এরশাদ কাউকে কটূক্তি করেন নাই। উনার হিংসা-বিদ্বেষ ছিল না। মঞ্জুর হত্যা মামলা এরশাদের শেষ জীবনে রাজনীতি না করার কারণ। দেশের অত্যন্ত ভদ্র একজন রাজনীতিবিদ ছিলেন এরশাদ।

তিনি বলেন, এরশাদ বাংলাদেশের অত্যন্ত শিক্ষিত প্রেসিডেন্ট ছিলেন। ভয় থেকে মুক্তি পেলে হয়তো রাজনীতিতে তার আরেকটু অবদান থাকতো।

রোববার (১৪ জুলাই) বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম জানাজা।

জানাজায় অনেক বিশিষ্টজনের সঙ্গে অংশ নেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেখানে তিনি এসব প্রতিক্রিয়া জানান।

প্রসঙ্গত, গত ৪ জুলাই দুপুরে এরশাদকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তখন থেকেই তার শারীরিক অবস্থা অবনতির দিকে যেতে থাকে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। আজ রবিবার সকাল পৌনে ৮টায় তার মৃত্যুর ঘোষণা দেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন